সুলতানা নাসরিন
এক পা দু পা তিন পা করে
চলেছি যখন পথ,
পাশে ছিলি বন্ধু তোরা
হাতে রেখে হাত।
ঝগড়া যত মারামারি করেছি
যত আমি,
তোদের ঘিরেই ভালবাসা
দুষ্টুমি পাগলামি।
রাগের সময় বলেছি কত
মিসবো না তো আর,
কষ্ট পেলেই জড়িয়ে তোদের
কেদেছি শতবার।
কান্না ভেজা অশ্রু নয়ন
শিক্ত ভেজা মন,
বন্ধু তোরা ছিলি,তোরা আছিস
থাকবি আজীবন।......
0 মন্তব্যসমূহ