Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দুর্গাপুজার নবমীর দিনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মন্ডপে মন্ডপে প্রচার প্রচারনা




নাহিদ জামান রূপসা উপজেলা প্রতিনিধিঃ
আজ ২৫শে অক্টোবর হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপুজার নবমির দিনে প্রতিটি পুজা মন্ডবে  ছিলো হিন্দু ধর্মালম্বী লোক ছাড়া ও সকল ধর্মের লোকদের প্রচুর পরিমান ভিড়। যদিও করোনার কারনে সরকারি ঘোষনা মতে সামজিক দুরত্ব বজায় রেখে পুজার কাজ সমাধানের কথা বলা হয়েছে। তার পরও মানুষের ভিড় লক্ষ করা যায়,  বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন  উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার এবং রূপসা থানা অফিচার্জ ইনচার্জ মোল্লা জাকির হোসেন।  যেহেতু সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন।  এই নির্বাচনের জন্য নির্বাচনে অংশ গ্রহনে ইচ্ছুক প্রার্থীগনের  প্রচার প্রচারনায় মুখর ছিল পুজা মন্ডবগুলো। ৫নং ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডব ঘুরে দেখা যায় প্রার্থীগন প্রতিটি মন্দিরে ঘুরে ঘুরে কুশলাদি বিনিময় সহ যার যতটুকু সাধ্য আছে সে সেই রকম অনুদান দিচ্ছে, এবং যার যার মত বক্তব্যের মাধ্যমে জনসাধারনের মন কাড়ার চেষ্টা চালাচ্ছে। পুজা মন্ডবে পরিদর্শন করতে দেখা যায় ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজান, চেয়ারম্যান প্রার্থী মুছা লস্কর, চেয়ারম্যান প্রার্থী তাহিদুল ইসলাম তাহিদ, মেম্বর প্রার্থী বাবু শেখর বিশ্বাস, বর্তমান মেম্বর শফিক,মেম্বর প্রার্থী শের আলী শেখ সহ আরো অনেক প্রার্থী মাঠে কাজ করছে।   পিঠাভোগ কালীবাড়ী সার্বজনিন দুর্গা মন্দিরের সভাপতি বাবু প্রদীপ সরকার,  সাধারন সম্পাদক বাবু তুষার কুন্ড, পিঠাভোগ শিতলাতলা দুর্গামন্দির সভাপতি  মাধপ রায়, সাধারন সম্পাদক সুরেন্দ্র লস্কর, গোয়াল বাড়ির চর সার্বজনিন দুর্গা ও শিতলা মন্দির সভাপতি দিপংকর বিশ্বাস, সাধারন সম্পাদক বাবলু রায়, আলাইপুর বাজার সার্বজনিন দুর্গামন্দির সভাপতি নিমাইকুন্ডু, সাধারন সম্পাদক অ

শোক কুমার কর্মকার, আলাইপুর পালপাড়া দুর্গা মন্দির সভাপতি রনজিৎ কুমার পাল, সাধারন সম্পাদক গৌতম কুমার পাল। সকলের কাছে পুজার আয়োজন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন প্রতি বছরের ন্যায় এবার ও আমরা শান্তিপুর্ন  ভাবে আমাদের দুর্গাপুজা পালন করছি। করোনার  কারনে পুজার আয়োজন একটু সীমিত করেছি,  আমাদের এখানে আইন শৃংখলা বজায় রাখার জন্য আইন শৃংখলা বাহীনি সদা প্রস্তুত রয়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big