ধুলোর শহর থেকে ঢের দূরে আছি,
ধুলো তবু আমাকে জড়ায়।
শহরের ছোঁয়া লেগে মফস্বলের
সাঁঝবাতি সন্ধেরা উড়ে যায় স্মৃতির ভিতর।
ঘাস শুধু ঘাস হয়ে থ্যাঁতলান শরীরের
ব্যথায় ব্যথায় ডুবে যায়।
কত কত ফসলের মাঠ
গোরে চ'লে গেল,
কত গাছ ভয়ে ভয়ে কাঠ...
কংক্রিটে জমে গেল শহরের ছাঁদ---
তবে,
চকচকে রুপোর শরীর নিয়ে
সর্পিল ট্রাম-লাইনের কথকতা
আজও অধরা রয়ে গেছে,
তবু---
গোটা হেমন্ত জুড়ে
ট্রামের ঘন্টি শুনি বুকের ভিতর...
---------
আজ ২৬ অক্টোবর...
0 মন্তব্যসমূহ