নাহিদ জামান রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার সকল পুজা মন্ডবে আজ দশমীতে দেবীর বিসর্জন এর মাধ্যমে শেষ হল স্বনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা।
আজ দশমীতে সিদুর খেলা, প্রশাদ বিতরন আড়তি করে, দেবী দুর্গা কে বিসর্জন দেন। আসছে বছর আবার হবে, এই বার্তার মধ্যে দিয়ে দেবি দুর্গা কৈলাসে ফিরে গেছেন।
গত কাল বেলা ১১ টা ১৩ মিনিটে দশমী শুরু হয়ে আজ বেলা ১১ টা ৩১ মিনিট পযন্ত স্থায়ী দশমি তিথী। এর ভেতর দশমী বিহিত পুজা শেষ করেছেন পুরহিত গন। পুজা শেষে দর্পন বিসর্জন করা হয়।উপবাস থকে অন্জ্ঞলি প্রদান করেন ভক্তবৃন্দ।এবার দেবীর আগমন ঘটেছিল দোলায় এবং দেবী কৈলাশে ফিরে গেছেন গজে করে। দেবী গজে গমনাগমন করলে পৃথীবিতে জলের সমতা বজায় থাকে, এবং শস্য ফলন ভালো হয়। স্বনাতন ধর্মালম্বীগন এটা বিশ্বাস করেন।
0 মন্তব্যসমূহ