২০১৬ সালে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন।তিনি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নমূলক কাজ করতে থাকেন।
এলাকার মসজিদ,মাদ্রাসা,স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন সাধন করেন।আনন্দনগরের মাটির রাস্তা গুলি ইটের সোলিংয়ের রোডে পরিনত করেছেন।
পাবলিক শৌচাগার নির্মান করেছেন ওয়ার্ডের বিভিন্ন জায়গায়।
পাবলিক শৌচাগার নির্মান করেছেন ওয়ার্ডের বিভিন্ন জায়গায়।
তার ওয়ার্ডের জনগনের মাঝে তিনি মেম্বার ভাই হিসেবে পরিচিত।
মারামারি আর হানাহানি ময় আনন্দনগরকে গড়ে তুলেছেন শান্তির গ্রাম হিসেবে।মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। উল্লেখযোগ্য তিনি কয়েকবার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের প্রশাসনের নিকট ধরিয়ে দিয়েছেন।
শীতের সময় অসহায়মানুষের মাঝে তিনি শীতসামগ্রী বিতরন করে থাকেন।
তিনি দুইবার বাংলাদেশের শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসাবে দুইটি সোনার পদক পেয়েছেন।মাদার তেরেসা পদক ও ,বঙ্গ বন্ধু পদক পেয়েছেন।
তিনি বলেন,আমি জনগনের সেবক নির্বাচিত হয়েছি,তাই জনগনের সেবা করতে যেতে চাই।
১ নং ওয়ার্ড বাসী তাকে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চাই।
সাধারণ মানুষ বলেন,সেকেন্দার ভাই ভালো মানুষ,অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার।তাই তাকে আগামীতে পুনরায় মেম্বার হিসেবে চাই
0 মন্তব্যসমূহ