মুহাম্মদ রায়হান ,সাহিত্যপাতা
মৃন্ময়ী আমি আকাশ পাঠাবো,
তুমি সেই আকাশের নিচে বসে আমায় দুটো কবিতা শুনিও।
মৃন্ময়ী আমি ভোরের কুয়াশা এনে দিব,
তুমি নূপূরের ঝংকার তুলে কুয়াশার সাথে মিশে যেও।
আমি তোমার জন্য এক আকাশ জোছনা পাঠাবো,
তুমি সেই জোছনায় আমাকে নিয়ে জোছনা স্নানে যেও।
আমি তোমার জন্য একগুচ্ছ ফুল আনব,
তুমি সেখান থেকে একটা ফুল তোমার খোপায় গুজে দেয়ার অনুমতি দিও।
আমি হাজার ব্যস্ততায় তোমার জন্য ব্যস্ততাকে ছুটি বলে দিব,
তুমি সময় করে আমার মাথায় বিলি কেটে দিও।
বলো মৃন্ময়ী,
তুমি আসবে কবে..
তুমি আসবে কবে...
0 মন্তব্যসমূহ