Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় আইচগাতী ফাঁড়ির এস আই এর বিরুদ্ধে জেলা প্রশাসক সহ তিন কার্যালয়ে অভিযোগ




নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান এবং কনস্টেবল নুরুজ্জামান নান্নুর
বিরুদ্ধে নিরীহ মানুষকে অযথা শরীর তল্লাশি, বিভিন্ন প্রকার অশালীন কথাবার্তা, ভয়-ভীতি প্রদর্শন সহ সামাজিক হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে খুলনা জেলা প্রশাসক,খুলনা জেলা পুলিশ সুপার ও রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপসা উপজেলার আইচগাতীর যুগিহাটি গ্রামের সোহান মোড়ল সহ আরো ১০ জন, ৮ এপ্রিল সোমবার এই অভিযোগ দায়ের করেন। এস আই আনিসুর রহমান এবং কনস্টেবল নুরুজ্জামান নান্নু বর্তমানে খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতীর পুলিশ ফাড়িতে কর্মরত আছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, এস আই আনিছুর রহমান ও কনস্টেবল নুরুজ্জামান নান্নু পুলিশে চাকরি করার সুবাদে এলাকার সাধারণ নিরীহ মানুষদের এবং বিভিন্ন সময়ে- অসময়ে সামাজিক ও বংশীয় লোকদের দাঁড় করিয়ে অযথা শরীর তল্লাশির নামে বিভিন্ন প্রকার অশালীন কথাবার্তা, ভয়-ভীতি প্রদর্শন করে সামাজিক মান সম্মান ও হেয় প্রতিপন্ন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে আসছে।
দীর্ঘদিন যাবৎ তারা এই ইউনিয়নে মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের নামে নিরীহ লোকদের হয়ারনী করে আসছে।এতে করে শান্তিপ্রিয় মানুষের শাস্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটছে।

এই বিষয়ে অভিযোগকারী মোঃ সোহান মোড়ল জানান,এস আই আনিছুর রহমান ও তার সহযোগী কনষ্টেবল নুরুজ্জামান নান্নু আমাদের গ্রামে এসে আমাকে সহ এলাকার অনেককেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখায়।তাই বাধ্য হয়ে আমি সহ আমরা ১০ জন লিখিত অভিযোগ করেছি। বিষয়টি তদন্তপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।

অভিযোগের বিষয়ে পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান বলেন, বিশ্বস্ত সোর্সের তথ্যানুযায়ী, অভিযোগকারী ব্যাক্তি মাদক ইয়াবার ব্যবসার সাথে জড়িত। তাই তাকে তল্লাশি করা হয়। আমার বিরুদ্ধে মিথ্যা এবং আমাকে ফাঁসানোর জন্যই এমন করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big