পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে আলহাজ্ব আব্দুস সোবাহান ফাউন্ডেশন।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে এ্যাপেক্স ক্লাব নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষক নেতা অধ্যাপক আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলী আহমেদ সহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রায় অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থীকে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আব্দুস সোবাহান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।
0 মন্তব্যসমূহ