পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ রায়হানকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগের মামলায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে জেলা হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার (৩ এপ্রিল) সকালে অনিরুজ্জামান অনিককে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা আ'লীগের সহ সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর পুত্র। অনিক পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি।
মঙ্গলবার রাতেই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ রায়হানকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগে আহত রায়হান বাদী হয়ে অনিক সহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে বলে জানান পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো : আসিকুজ্জামান। গুরুতর আহত মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ রায়হান উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালে আবু ইউসুফ রায়হান জানান, সন্ধ্যার কিছু আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তার গতিরোধ করে। এ সময় অনিক তার কাছে জানতে চায়, এখন তার (অনিকের) খোঁজ খবর নেয় না কেনো? এরপর নানা কথা বলে তাকে হঠাৎ করে মারতে শুরু করে। অনিক ও তার সাথে থাকা সংঘবদ্ধ সদস্যরা তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আসিকুজ্জামান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ রায়হান মারধর ও চাঁদা দাবীর অভিযোগে বাদী হয়ে অনিক সহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামী করে থানায় মামলা করেছে। পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
0 মন্তব্যসমূহ