এম মুরশীদ আলী : খুলনা- ৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক আব্দুস সালাম মুর্শেদী এমপি। তাঁকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিকলীগ আয়োজনে গত ১ জানুয়ারি বিকেলে রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা গণকবর স্থান সংলগ্ন এলাকায় ও বাগমারা শাহা জাহান হাজীর বাগান বাড়িতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন- রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ও রূপসা ডিগ্রী কলেজ সেন্টার সদস্য সচিব মো. মফিজুল ইসলাম।
রূপসা কলেজ (২নং বাগমার) ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাওলাদার এর সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা হকার্স ইউনিয়নের সভাপতি মো. কবির শেখ, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. লিটু বিশ্বাস, মো. মিজানুর রহমান বাবু, মো. আরজ আলী মোহন, মো. সুমন, লিটন হাওলাদার, বাবুল, হোসেন, রাকিব, লিটন, ওলিয়ার, নারী নেত্রী চম্পা বেগম, সালমা, ফজিলা, তাসলিমা, রাহিমুন, নাসিমা, লিলি, সোনা, তামান্না, নাজমা, জেসমিন, লাইজু, মুক্তা প্রমুখ।
0 মন্তব্যসমূহ