এম মুরশীদ আলী : এসো বই পড়ি- নতুন বছর, নতুন দিন, নতুন ক্লাসের নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়।
“বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা উপজেলা শিক্ষা অফিস গত ১ জানুয়ারি সারা দেশের ন্যায় রূপসা উপজেলায় ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ টি বেসরকারী প্রাথমিক সহ কিন্ডারগার্ডেন এ সকাল সাড়ে ১০ টায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রূপসায় এক যোগে বই বিতরণ উপলক্ষ্যে উপজেলা সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই বিতরণ সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, ইনেসট্রাক্টর মো: নজিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: মাসুদ রানা, এসএমসির সহ সভাপতি আ: সালাম শেখ প্রমূখ। বই বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শাবানা এবং পরিচালানা করেন সহকারী শিক্ষিকা সামিমা নাসরিন। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীর ভিড় ছিল চোখে পড়ার মত।
0 মন্তব্যসমূহ