আব্দুল্লাহ আল মামুনঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে দেবহাটা সরকারি বি পি বিহারি মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার,সাতক্ষীরা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব আতিকুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার,জনাব রুহুল আমিন মল্লিক,উপ-সচিব, নির্বাচন কমিশন,ঢাকা,জনাব আসাদুজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার,দেবহাটা,জনাব কাজী মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার,দেবহাটা, জনাব শেখ মাহমুদ হোসেন,অফিসার ইনচার্জ,দেবহাটা থানা সহ ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ।
0 মন্তব্যসমূহ