Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

২৫ কবিকে নিয়ে পথিকের ‘স্ট্রিট ফিলোসোফার






স্টাফ রিপোর্টার: বিভিন্ন গল্প ও উপন্যাস নিয়ে দেশে সিনেমা হলেও কবিতা নিয়ে তেমন একটা সিনেমা নির্মাণ হয়নি। তবে লেখক ও নির্মাতা মাসুদ পথিক হাটেন ভিন্ন পথে। এরই মধ্যে কবিতা অবলম্বনে নির্মিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার। আবার তৃতীয় সিনেমার দৃশ্যধারণের কাজও শেষ করেছেন। ‘বক: দ্য সোল অব ন্যাচার’ নামের সিনেমাটি নির্মাণ হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে।

এবার তিনি ঘোষণা দিলেন তার চতুর্থ ছবির। এই সিনেমা তিনি নির্মাণ করবেন কবিদের নিয়ে। যেখানে অভিনয় করবেন দেশের ২৫ জন কবি। ‘স্ট্রিট ফিলোসোফার’ নামের এ সিনেমায় থাকছেন কবি নির্মলেন্দু গুণ, অসীম সাহা, কচি খন্দকার, ড. তপন বাগচী, আসলাম সানী, আসাদ মান্নান, হারিসুল হক, বদরুল হায়দার, সমর চক্রবর্তী, ইউসুফ রেজা, অচিন্ত্য চয়ন, ফখরুল হাসান, রাশেদ হাওলাদার, আলমগীর রেজা চৌধুরী, সরকার মাসুদ, সুমন মুস্তাফিজ প্রমুখ।



কবিরা অভিনয় করলেও কোনো কবিতা অবলম্বনে হচ্ছে না সিনেমাটি। স্ট্রিট ফিলোসোফার নির্মিত হচ্ছে ফরাসি ও জার্মান দার্শনিক মিশেল ফুকো ও বের্টোল্ট ব্রেখটের নানা চিন্তাভাবনা অবলম্বনে। সিনেমাটি বাংলা এবং ইংরেজি ভাষায় নির্মিত হবে।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘জীবনের অন্তর্গত দর্শন, যেগুলো আমরা যাপন করছি-কিন্তু বুঝি না, জীবনের মগ্ন চৈতন্যের অনুভব, বলা যায় যে দর্শনগুলোর সঙ্গে আমরা ঠিক বোঝাপড়া করতে পারি না, তাই নিয়ে এ সিনেমা। নাগরিক শিল্প ও জীবনের টানাপোড়েন, অন্তর্গত সংগ্রাম-সবই থাকছে এ সিনেমায়। এতে একজন বঞ্চিত ব্যক্তির গল্প বলা হবে, যাকে সমাজ বাঁকা চোখে দেখে, কিছুটা অবহেলার চোখে দেখে। তিনি উচ্চতায় ছোট, আবার চিন্তা চেতনায় সাধারণ মানুষের মতো নন, অসাধারণ একজন।’

নির্মাতা জানান, এটি একটি কাব্যিক র-রিয়ালিজম তৎপরতা। এ ভাবনা থেকেই কবিদের অন্তর্ভুক্তি। প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতা বেছে নিয়েছেন আব্রাহাম তামিমকে। লেখালেখি ও অভিনয় দুই মাধ্যমেই বিচরণ আছে তাঁর। ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ সিনেমায় দুটি গান লেখার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। পাশাপাশি নাটক, ওয়েব সিরিজেও দেখা যায় তাকে। সর্বশেষ মাসুদ পথিকের ‘বক: দ্য সোল ন্যাচার’ সিনেমাতেও দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

 পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও প্রযোজনা করছেন মাসুদ পথিক। এ বিষয়ে তিনি বলেন, ‘সিনেমাটি একটু নিরীক্ষাধর্মী। সাধারণত এ ধরনের সিনেমার প্রযোজক পাওয়া কঠিন হয়। তাই নিজেই প্রযোজনা করছি। যদিও জানি, অনেক রিস্ক জব, তবুও আমি থামতে রাজি না।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big