নাহিদ জামান রূপসা প্রতিনিধি।
খুলনা জেলার রূপসা উপজেলা সহ দেশের অনেক জায়গায় কয়েকদিন ধরে জৈাষ্ঠ মাসের আম কাঠালের মৌসুমে প্রচন্ড রোদ এবং তাপদহে অতিষ্ট মানুষ। সকাল ১০ টার পর থেকে শুরু হয় রোদ এবং প্রচন্ড তাপ। এই রোদ এবং তাপে যাদের খুব জরুরি প্রয়োজন তারা ছাড়া কেহ ঘর থেকে বের হচ্ছে না। বাজার ঘাটে লোকজনের চলাচল একেবারেই কমে গেছে। বাড়িতে, অফিস আদালতে, দোকানপাটে মানুষ গরমের তাপদহ থেকে রক্ষা পেতে বৈদ্যতিক পাখা ব্যাবহার করলেও গরম বাতাশ বের হচ্ছে। জনমানবহীন বাজারে গুলিতে ব্যাবসায়ীরা দোকানের পশরা সাজিয়ে পচন্ড গরমের মধ্যে বসে থাকলেও পাচ্ছে না ক্রেতা। এই পচন্ড রোদ এবং তাপদহে সকলে একটু শান্তির বৃষ্টির আশায় বসে আছে মনে হয় বৃষ্টি হলেই শান্তি অনুভব হবে এই আশায়।
0 মন্তব্যসমূহ