শান্তা সান্যাল,স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতন চালানোর ঘটনায় তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন ছিল সাবার আগে। আমরা এখনো সেটি লক্ষ্য করছি না। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়া যা সর্বজন স্বীকৃত। দুর্নীতির সংবাদ করায় মন্ত্রণালয়ের কক্ষে পাঁচ ঘন্টা আটকে রেখে সাংবাদিককে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকের উপর খড়গ আঘাত না এনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সাংবাদিকবৃন্দ।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বুধবার (১৯শে মে) সকাল ১০টায় বেনাপোল কাষ্টম হাউসের সামনে মানববন্ধনে এসব কথা বলেন শার্শা বেনাপোল বাগআঁচড়া প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকরা। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মহাসিন মিলন।
লোক সমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,বেনাপোল প্রেসক্লাবের সাঃসম্পাঃবাংলাদেশ প্রতিদিন ওচ্যানেল ২৪ বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব বকুল মাহবুব বাগআচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল, স্পন্দন পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি ইয়ানুর রহমান, এশিয়ান টিভি দিনকাল ও দেনিক তথ্য বেনাপোল প্রতিনিধি মিলন খান, এটি,এন বাংলা ও লোক সমাজের নাভারন প্রতিনিধি আলি আহম্মেদ শাহিন, চ্যানেল আই, ওসমকাল প্রত্রিকার বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান, যমুনা টিভি বেনাপোল প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশু, ৭১টিভি ও গ্রামের কাগজের প্রতিনিধি মোসলেম উদ্দিন পাপ্পু,এস,এটিভির আলোকিত দেশের বেনাপোল প্রতিনিধি নাসির উদ্দীন,আর টিভি, নওয়াপাড়া বেনাপোল প্রতিনিধি কামাল উদ্দিন,দৈনিক সংবাদের বেনাপোল প্রতিনিধি দেবুল কুমার,মোহনা টিভির প্রতিনিধি শিশির কুমার,চ্যানেল এস এর প্রতিনিধি ইসমাইল হোসেন সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দরা।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা বলেন, প্রতিথযশা নির্ভীক সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নির্মম ও বর্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যাচেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলানোর অপচেষ্টা চালিয়েছেন। উপ সচিব জেবুন্নেচ্ছা খানমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। যা দুর্নীতির একটি বড় প্রমাণ করে।
অথচ তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা বা শাস্তি না হয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রিমান্ড আবেদন করা হয়েছে। আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। এসময় শার্শা, বেনাপোল,বাগআঁচড়া,প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ