সবাই ব্যস্ত থাকে তাদের নিত্যদিনের কাজে।
কেউবা রাঁধে ভাত আর কেউবা বাসন মাজে।
কেউবা তার নতুন কাজের পন্ন গুলো খোঁজে।
কেউবা দেখো সিদ্ধ ধান শোখাইতে কত ব্যস্ত।
কেউবা তখন পুকুর পাড়ে কাপড় ধুয়ে মেলে।
রোজ দুপুরে কেউ যে তার সন্তানেরে খোঁজে।
ছোট্ট ছেলেটি খুব দুষ্টু একটু তাকে বকে।
কেউ সারাদিন ব্যস্ত থাকে তার শাশুড়ি কে নিয়ে।
অসুস্থ মা কষ্ট না পায় এইটাই সে ভাবে।
0 মন্তব্যসমূহ