নাহিদ জামান রূপসা উপজেলা প্রতিনিধি
আজ ৩১ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় আলাইপুর ফুটবল মাঠে ৪ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা সিটি বেঙ্গল ফুটবল একাদশ বনাম আমির ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় সিটি বেঙ্গল একাদশের রানা ২ টি গোল করে। আমির ফুটবল একাডেমী গোল করতে না পারায় সিটি বেঙ্গল ফুটবল একাদশ ২-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আজকের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ কামাল হোসেন , সহকারি রেফারি তামিম ইকবাল ও সোহাগ শিকদার ।
সিটি বেঙ্গল ফুটবল একাদশের খেলোয়ার রানা কে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ৫নং ঘাটভোগ ইউনিয়নের৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাকিল সিকদার, বিশেষ অতিথী বীর মুক্তিযোদ্ধা জগলুল শিকদার, সাবেক ইউপি সদস্য ফজলু শিকদার ।
আর বক্তৃতা করেন মুকারাম হোসেন, নাজির হোসেন,দৈনিক রূপসাঞ্চল প্রত্রিকার প্রধান সম্পাদক মুন্সি মোঃ রায়হান, কামরুল শেখ, বিল্লাল মোল্লা, নাহিদ হাসান, আমির হামজা বিশ্বাস, নাদিম খান, আওয়াল শিকদার, হাফেজ আসাদ , মোঃ কামরুল শেখ, মহিদুল , সিহাব প্রমুখ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সিটি বেঙ্গল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন পুরস্কার হিসাবে নগদ ১০'০০০(দশ হাজার) টাকা এবং আমির ফুটবল একাডেমি কে রানার্স আপ হিসাবে নগদ ৫'০০০( পাঁচ হাজার) টাকা পুরস্কার হয়।
0 মন্তব্যসমূহ