নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক রায়হান (২২) খুলনা জেলার তেড়খাদা এলাকার কায়েসুজ্জামানের ছেলে।
এব্যাপারে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, ঢাকা থেকে নিজের মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন রায়হান। পথে তাড়াইল ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা অজ্ঞাতনামা দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পিছন থেকে প্রাইভেটকারের ধাক্কায় রায়হানের মোটরসাইকেল রেলিংয়ে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলেই রায়হান মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সদস্যদের সংবাদ দেয়া হয়েছে। ঘাতক প্রাইভেটকার ও চালককে আটকে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
0 মন্তব্যসমূহ