Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় মনির ফয়সাল শুভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন




রূপসা প্রতিনিধিঃ রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ২য় মনির ফয়সাল শুভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গতকাল ৭ মার্চ বিকালে কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
 উদ্বোধনী খেলা অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ বনাম ফকির হাট আট্টাকা স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় খান আলমগীর স্মৃতি পরিষদ টসে জিতে ব্যাট করতে  নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৬ রান করতে সক্ষম হয়। পরবর্তীতে আট্টাকা স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৯৯ রান করতে সক্ষম হয়। খেলায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে।
খেলায় ম্যাচ অব দ্যা ম্যাচ নির্ধারিত হন বিজয়ী দলের মঞ্জিল। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ  এমএম মুজিবুর রহমান। 
ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক খান মারুফুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য আঃ মজিদ ফকির।
বক্তৃতা করেন জেলা মৎস্যজিবী লীগের সাধারন সম্পাদক আহম্মেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আঃ জব্বার শিবলী, রূপসা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আঃ রাজ্জাক শেখ, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক ফ,ম আয়ূব আলী, সদস্য সচিব  প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, যুবলীগ নেতা সামসুল আলম বাবু, মোঃ ফরিদ শেখ, আজিজুল মোল্যা, ইমু মোল্যা, আরিফুল ইসলাম কাজল, জুয়েল সরদার, নাজমুল হুদা অঞ্জন, আবদুল্লাহ আল মামুন এলিচ, রিয়াজ শেখ, দীপ খান, রাসেল শেখ, খালিদ ফেরদৌস, জহির খান, হানিফ বিশ্বাস, হাসান ফরাজী প্রমূখ। খেলায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখের পক্ষ থেকে ম্যাচ অফ দ্যা ম্যাচের পুরষ্কার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big