নিজস্ব প্রতিবেদক ঃ ফুলবাড়ীগেটস্থ ল্যাবরেটরি ঢালীবাড়ী হযরত গওসুল আযম নকশ্বন্দী মোজাদ্দেদী খুলনবী(রঃ)এর ৭১তম বার্ষিক ফাতেহা শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর পবিত্র মাহে রমজানের জন্য দুই দিনের অনুষ্ঠান স্বল্প পরিসরে প্রথম দিনেই মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে শেষ করা হয়। গতকাল ১৪ মার্চ বৃহস্পতিবার বার্ষিক ফাতেহা শরীফে খুলনা এবং খুলনা জেলার বাহিরের থেকে আগত ভক্ত আশেকান ও শুভাকাংখির উপস্থিতিতে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে কোরআন খানি এবং আছরবাদ মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে ৭১তম বার্ষিক ফাতেহা শরীফ শেষ করা হয়। ফাতেহা শরীফে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় এবং সকলের কল্যাণে দোযা মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. এমলাক ঢালী, সাবেক মেম্বর ইকরাম হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ফয়সাল হোসেন, আরিফুল ইসলাম রাসেল, মিনা ফারুখ হোসেন, আলহাজ্জ মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা বায়েজীত বোস্তামি, ঢালীপাড়া মসজিদের ইমাম আফজাল হোসেন, আ’লীগ নেতা জাহাঙ্গীর কবির খোকন, মোড়ল মুজিবর রহমান, কাজী মঈনুল ইসলাম, নুরুল ইসলাম ঢালীসহ ধমীর্য় আলেম ওলামা, এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকতার্, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।উল্লেখ্য মরহুম ফকির আব্দুল গফফর (গহর) ঢালী ১৯৫৩ সালের ৩০ ফাল্গুন থেকে এই রেওয়াজ চালু করেন। বর্তমানে তার ছেলে আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই ফাতেহা শরীফ পালন করে আসছে।
0 মন্তব্যসমূহ