নিজস্ব প্রতিবেদক ঃ আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বর নবীরুল ইসলাম রাজার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় শিরোমণিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী। এ সময় কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মানিক, শিরোমণি জুট স্পিনার্সের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম, জুট স্পিনার্সের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, হুগলী বিস্কুট কোম্পানীর শ্রমিক ই্উনিয়নের নেতা কাজী মোস্তাফিজুর রহমানসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আটরা গিলাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুবিধা বঞ্চিত হতদরিদ্র প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ