নিজস্ব প্রতিবেদক ঃ শিরোমণির ঐতিহ্যবাহী তরুণ সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে এক জরুরী সভা শুক্রবার রাতে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুর ইসলাম সুনুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মোঃ শহুিদুল ইসলাম, শেখ আজিম হোসেন, মোঃ জয়নাল আবেদীন, শেখ রবিউল ইসলাম, ইসহাক আলী সরদার, শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি। পুর্বনির্ধারিত তফশীল অনুযায়ী শুক্রবার ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ উপদেষ্ঠা পরিষদ এবং স্থায়ী সদস্যগণ সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শেখ তরিকুল ইসলামকে পুনরায় সভাপতি পদে, সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলামকে পুনরায় নির্বাচতি করেন। এছাড়া মোঃ মকবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে নবগঠিত কমিটি সকলের মতামতের ভিত্তিতে শিরোমণি তরুণ সংঘের পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
0 মন্তব্যসমূহ