নিজস্ব প্রতিবেদকঃ খুলনার শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত মহসেন জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক মোন্তাজ শেখ (৫৭)ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল ৮টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন । মূত্যুকালে স্ত্রী ,২ মেয়ে , ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এর আগে তিনি কয়েকদফায় ষ্টোক করেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। গতকাল বাদ জোহর জাব্দিপুর ঈদগাহে জানাযা শেষে যোগিপোল সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী,বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সভাপতি মুন্সি সিরাজুল হক, সাধারন সম্পাদক ডাক্তার হাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার মুসাল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ