নিজস্ব প্রতিবেদকঃ ডায়েবেটিস নিয়ন্ত্রনে রাখবো সুশৃঙ্খল জীপন যাপন করবো এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বিশ্ব ডায়েবেটিস দিবস উপলক্ষে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা টিম সম্পূর্ণ বিনামূল্যে ডায়েবেটিস পরীক্ষার ব্যবস্থা করেছে। সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত গিলাতলায় ওব্যাট থিংক ট্যাংক এর নিজ কার্যালয়ে ডায়েবেটিস পরীক্ষার ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডায়েবেটিস ক্যাম্পে প্রায় শতাধিক ব্যক্তি ডায়েবেটিস পরীক্ষার করিয়েছেন।উক্ত ফ্রি ক্যাম্প পরিচালনা করেছেন ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা টিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রনি সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ, মোঃ হোসেন আলী, সামির আহমেদ, সুজন হোসেন, ইসমাইল গাজী, আমান হোসেন, সাব্বির, নওশীন,রাজিয়া,বিন্দিয়া,জ্বতি, রিমা প্রমুখ।
0 মন্তব্যসমূহ