নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল ও বিএনপি ঘোষিত একদফা দাবি আদায়ের লক্ষে চলমান ৫ম দফার অবরোধ কর্মসূচির ২য় দিনে বৃহস্পতিবার অবরোধের সমর্থনে গতকাল দুপুরে খুলনা যশোর মহাসড়কের বাদামতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে খানজাহান আলী থানা যুবদল। মিছিল পুর্বক সংক্ষিপ্ত পথসভায় খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্লা সোহরাব হোসেন বলেন সিইসি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদের যে তফসিল ঘোষনা করা হয়েছে তা অবৈধ, ঘোষিত তফসিল বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল মামুন জুয়েল, মেহেদী হাসান বাপ্পি, মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ জুয়েল হাসান, মনিরুল ইসলাম, মোঃ হ্দয়, মোঃ মিলন, মোঃ রাজু, মোঃ সাগর, অভিষেক, থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল্লাহ তাজিম প্রমুখ।
0 মন্তব্যসমূহ