শামছুদ্দিন খোকন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার হার্টে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র ও ছাত্রলীগ নেতা তুহিন হাওলাদার জানান, ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিলের পর পরই আমার বাবা হার্টে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরেন। এরপর জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ শোভন বাসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করলে জরুরি ভিত্তিতে সড়ক পথে এম্বুলেন্স যোগে ঢাকা ল্যাবএইড হাসপাতালে এনে ভর্তি করি। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার বাবার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
এদিকে পরিবারের পক্ষ থেকে দ্রুত আরোগ্য কামনায় চরফ্যাশন উপজেলা সহ চরমানিকা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ , প্রবাসী, আত্বীয়-স্বজন ও শুভানুধ্যায়ী নিকটসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
0 মন্তব্যসমূহ