রূপসা প্রতিনিধিঃ খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,সুজাপুত্র এসএম খালেদীন রশিদী সুকর্ন ও তার ভ্রাতা মুহাইমিন রশিদী প্রেমকে নিয়ে আজ ১৪ সেপ্টেম্বর রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড জাবুসা গ্রামের জাবুসা পশ্চিম পাড়া, জাবুসা দক্ষিণ পাড়া,জাবুসা হাট,জাবুসা স্কুল মোড়,জাবুসা চৌরাস্তা মোড় সহ বিভিন্ন জায়গায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে মতবিনিময় ও গণ সংযোগ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেনরুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র ,
রুপসা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান,উপজেলা আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম লিটু,সাবেক জেলা কৃষক লীগ নেতা মনিরুজ্জামান মণি,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদার শেখ,জাবুসা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মণি,ওয়ার্ড আওয়ামী নেতা মো:জাহাঙ্গীর শেখ, মো:মোকলেছ সরদার, মো:সারোয়ার,জাহেদ পাড়, আওয়ামী লীগ নেতা মো:মনি,আবু সাইদ,জামসেদ শেখ, বেনজির, আমজেদ হোসেন বাব ইউপি সদস্য রঞ্জু হালদার,জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মো:সিরাজুল ইসলাম, মো:আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জাহিদুর রহমান, যুবলীগ নেতা পারভেজ মোল্লা,খায়রুল হাওলাদার, মো:জাহাঙ্গীর শেখ,মনিরুল জাম্মান হাওলাদার, মো: আবদুল্লাহ , বাবু মোল্লা, মো: লিটু,তৌহিদুল ইসলাম নুকু,মো:মিরাজ শেখ,মো:মুরাদ শেখ,রনি, ফায়সাল, বিল্পব,মো:সাদ্দাম,জেলা ছাত্রলীগ নেতা আরাফাত খান, শিমুল দেব নাথ,উপজেলা ছাত্রলীগ নেতা মো:সোহেল রানা,হাবিব লস্কর, ইকরাম প্রমূখ।
0 মন্তব্যসমূহ