নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক গতকাল সকাল ১১ টা হতে দুপুর পৌনে ২ টা পর্যন্ত মহানগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়লাপোতা মোড় এবং শান্তিধাম মোড় এলাকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। খুলনা শান্তিধামের মোড় নিউ দীলিপ ফার্মেসী প্রতিষ্ঠানকে বেশি দামে ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা মেডিকেল কলেজের সামনে মেসার্স সাহিদা মেডিকেল হল প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব—এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কৃষি বিপনন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব, খুলনা—এর সদস্য জেড. এন. সুমন এবং আনসার সদস্যবৃন্দ। খুলনা মেডিকেলের সামনে নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে নোংরা পরিবেশে মিষ্টি তৈরির জন্য ১ হাজার টাকা নিউ মন্দিরা স্টোরকে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা এবং কাজী স্টোরকে মূল্য তালিকা না থাকায় ও অননুমোদিত পণ্য বিক্রি করায় ২ হাজার টাকা সর্ব মোট ৫টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয় । খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক—এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব, খুলনা—এর সদস্য জেড. এন. সুমন এবং আনসার সদস্যবৃন্দ।
0 মন্তব্যসমূহ