ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ কাত্তির্ককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের ২০০০—২০০১ শিক্ষর্াবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষ বিতরন অনুষ্ঠান গতকাল সকাল ৯ টায় কাত্তির্ককুল বৌ বাজার ও বিকাল ৪ টায় মহেশ^রপাশা পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২ শ” টি পরিবারকে ১ টি করে জাম ও কাঁঠাল গাছ বিতরন করা হয়। কাত্তির্ককুল এলাকায় বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাত্তির্ককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার আব্দুস সালাম। এছাড়া মহেশ^রপাশা পশ্চিমপাড়ায় বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন মিনা। এ সময় উপস্থিত ছিলেন মাকসুদ শেখ, প্রতুল সরকার, কবির, জাহাঙ্গীর, ইয়াসিন, খানজু, রাব্বি, আল মাসুদ, সাদেক, ইউনুস, আমিরুল সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
0 মন্তব্যসমূহ