Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বরিশালে কিশোরীর আত্মহত্যা




শম্পা ধর, বরিশাল প্রতিনিধিঃ
গতকাল ২ এপ্রিল শুক্রবার বরিশালের দক্ষিণ আলেকান্দা ১৩নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এক কিশোরী তামান্না আফরিন (১৫) আত্মহত্যা করে। বেলা ২টার দিকে কিশোরীর নানা হাফেজ মোঃ আলমগীর এর বাড়িতে এ ঘটনা ঘটে।কিশোরী  দক্ষিণ আলেকান্দা এ আর এস বালিকা মাধ্যমিক  বিদ্যালয়ের  ১০ম শ্রেণীর ছাত্রী ছিলো।
জানা যায়,বছর তিনেক আগে তার বাবা রফিকুল ইসলাম টিপু-মা জাকিয়া বেগম ছাড়াছাড়ি হবার পর সে তার মায়ের সাথে নানা বাড়ি থাকতো।  পারিবারিক সূত্রে আরও জানা যায়, অনেক রাত পর্যন্ত কারো সাথে কথা বলা, ইউটিউব, ফেসবুক চালানোর জন্য তামান্না অনেক বেলা করে ঘুম থেকে উঠতো।ঘটনার দিন শুক্রবার বেলা ১টায় ঘুম থেকে উঠে সে দোতলায় যায়।পরে ৩টার দিকে মা জাকিয়া বেগম অফিস থেকে এসে মেয়েকে খুঁজে না পেয়ে দোতলায় গিয়ে মেয়েকে গলায় ওড়না দিয়ে  ফাঁস দেয়া অবস্থা দেখে চিৎকার করেন।পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তামান্নার মা জানান,তামান্না খুবই ইমোশনাল ছিলো,রাতভর কারো সাথে কথা বলতো।শবে-ই-বরাতের রাতে মা জাকিয়া বেগম রেগে তামান্নার হেডফোন ছিঁড়ে ফেলে।পরে অবশ্য আরেকটা হেডফোন তিনি তামান্নাকে দেন। কিন্তু এর মধ্যে তাকে কোনো বকাবকি করা হয়নি।কিন্তু কেনো তামান্না আত্মহত্যা করলো তা কিছুই বুঝতে পারছেন নামা জাকিয়া বেগম।
অন্যদিকে তামান্নার বাবা রফিকুল ইসলাম টিপু অভিযোগ করেন নানী ও মামা মিলে মারধর করে তার মেয়েকে (তামান্না) গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে,অবশ্য  মা জাকিয়া বেগম তা অস্বীকার করেন।
তবে কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম জানান তামান্নার মৃত্যুর প্রকৃত ঘটনা 
উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্ত করা হবে এবং সে ভাবেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big