Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কমরেড বিষ্ণু চ্যাটার্জীর ৫০ তম মৃত্যু বার্ষিকী আজ



স্টাফ রিপোটারঃ নাহিদ জামান।

রূপসী রূপসার কৃতি সন্তান কমরেড বিষ্ণু চ্যাটার্জী, তিনি কমিনিষ্ট পার্টির কমরেড ছিলেন। তিনি মা, মাটি, মানুষের কথা মাথায় রেখে রাজনিতি করতেন। গরীব মেহনতী মানুষের ন্যার্য্য দাবী আদায়ের জন্য রাজনিতিতে ছিলো তার অগ্রনী ভুমিকা। ১৯৭১ সালের ২৫ মার্চ যখন নিরীহ বাংঙ্গালীদের উপর পাকিস্থানী বাহিনী ঝাপিয়ে পড়ে হত্যা এবং অত্যাচার চালিয়েছিল তখন এটা তিনি মেনে নিতে পারেননি। তিনি মুক্তিকামী জনতার সাথে একত্ততার ঘোষনা দিয়ে মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়েন দেশ কে বহিশত্রুর আক্রমন থেকে রক্ষা করতে। সেদিন তার অপরাধ ছিলো একটাই তিনি মুক্তিযুদ্ধ করছেন এই অপরাধে ১৯৭১ সালের ১১ ই এপ্রিল এই দিনে রাজাকারদের হাতে তার মৃত্যু হয়। তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা তাকে বাংঙ্গালী জাতীর গভীরভাবে শ্রদ্ধা সহকারে স্বরন করার কথা থাকলেও আজ এই প্রজন্ম জানেই না কমরেড বিষ্ণু চ্যাটার্জীর কথা। রূপসা উপজেলার আরো একজন কৃতি সন্তান ছিলেন নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাঁন বজলুর রহমান তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন একমাত্র তাকেই রূপসার মানুষ দেখেছে কমরেড বিষ্ণু চ্যাটার্জীর মৃত্যু বার্ষিকী পালন করতে। কিন্তু দুঃখের বিষয় গত বছর কোভিড-১৯ এর মহামারিতে মহান রব্বুল আলামিনের ইচ্ছাই করোনায় আক্রান্ত হয়ে তিনি পরপারে পাড়ি জমান। আজ তিনি নাই তাই রূপসায় বিষ্ণু চ্যাটার্জির মৃত্যু বাষিকী পালন হলো না। রূপসার মানুষের কাছে জাতি আজ জানতে চায় কমরেড বিষ্ণু চ্যাটার্জী কি একজন খাঁন বজলুর রহমানের ছিলেন ? নাকি সমস্থ  রূপসার মানুষের ছিলেন। নাকি সারা বাংলার মানুষের ছিলেন। শহীদ মুক্তিযোদ্ধারা জীবনের বিনিময়ে  পরাধীনতার শিকল ভেঙ্গে দিয়ে এদেশ কে স্বাধীন করেছে, তাদের আর কোন দিন  স্বরন করুক আর নাই করুক অত্যন্ত তাদের মৃত্যু দিন দিনটি স্বরন করলেও কিছুটা হলেও তাদের আত্মা শান্তি পাবে এবং একটু হলেও তাদের ঋন শোধ করার সুযোগ হবে। তাই আজ রূপসার মানুষের দাবী কমরেড বিষ্ণু চ্যাটার্জি সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের মৃত্যু দিনটি সরকারী ভাবে গভীর শ্রদ্ধার সাথে স্বরন করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big