অফিস ডেস্কঃ
পরিবেশ ক্লাব বাংলাদেশ শেরপুর জেলা শাখার ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়েছে । এতে শেরপুর রূপসাঞ্চল প্রতিনিধি মেহেদি হাসান সহ সভাপতি হিসেবে স্থান পেয়েছে ।এই কমিটি আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করবে ।রূপসাঞ্চল পরিবার তার সাফল্যে বিবৃতি প্রদান করেছে।বিবৃতি দাতারা হলেন সম্পাদক মুন্সী শাহ্ মুহাঃরায়হান হোসেন, প্রকাশক মুন্সী নাহিদুজ্জামান, বার্তা সম্পাদক নাহিদ জামান, নির্বাহী সম্পাদক তন্দ্রা মন্ডল তনু,
ভারতীয় সম্পাদক কথাকলি চ্যাটার্জ্জী,প্রকাশক কৃষ্ণকলি সেন, বার্তা সম্পাদক সাইরিন তাসনিম সামিহা।
বিবৃতিদাতারা, তার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করে।
0 মন্তব্যসমূহ