কৈখালী প্রতিনিধিঃ হাসিবুস সাঈদ
স্থানীয় জনপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যে, শ্যামনগর থানার কৈখালী ইউনিয়ন এর শৈলখালি রাস্তার বেহাল দশা, এ রাস্তা দিয়ে চলাচল করে পরানপুর বিজিবি সদস্যরা তাছাড়া শৈলখালী দাখিল মাদ্রাসা ও প্রাইমারি স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রীরা। এই গুরুত্বপূর্ণ সড়কটি চার বছর যাবত কোন রিপেয়ার করা হয় না আজ মোঃ আল মামুন হোসেন আলিফের নেতৃত্বে এলাকার কিছু ছেলেমেয়েকে নিয়ে রাস্তার কিছু অংশ সাময়িকভাবে রিপেয়ার করা হয়েছে তাই স্থানীয় সরকারের নিকট আকুল আবেদন এই যে শৈলখালির এই রাস্তাটি রিপেয়ার করে জনগণের চলাচলের উপযোগী করে বাধিত করবেন।
0 মন্তব্যসমূহ