Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আনন্দনগরবাসীর সেবা করতে চান জেসমিন আক্তার




নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার রূপসা  উপজেলার ঘাটভোগ ইউনিয়নের যুব মহিলালীগের  সাধারন সম্পাদক,  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক,  সংসদ সদস্য সালাম মুর্শেদীর আস্থাভাজন, জেসমিন আক্তার ৫নং ঘাটভোগ  ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী। 

মোসাঃ জেসমিন আক্তার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বাসীর সেবার মনোভাব নিয়ে মেম্বর পদপ্রার্থী । তিনি ২০১২ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন, বর্তমানে রূপসা উপজেলা প্লাটুন কমান্ডার হিসাবে কর্মরত আছেন, ইহা ছাড়াও তিনি অপরাজিতা নারী সংগঠনের একজন সক্রিয় নেত্রী।সম্প্রতি তিনি অফিসে যাবার সময় ট্রলারের পাটাতন ভেঙ্গে পড়ে গিয়ে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের কালাম মুন্সির স্ত্রী সুফিয়া বেগমের (৪৬) পা মেশিনে জড়িয়ে জখম হলে দেখতে পাই তার পায়ের মাংস বাতাসে উড়ছে। তাকে সাহায্য করার জন্য কেহ এগিয়ে না আসলে জেসমিন আক্তার ঠিক থাকতে না পেরে তাকে উদ্ধার করে তার দ্বায়িত্ব নেন। তিনি একজন ধাত্রীমা।গরিব অসহায় মহিলাদের বাচ্চা প্রসবের সময় তিনি নিজের অর্থ এবং শ্রম দিয়ে সেবা করে থাকেন।   মানতার সেবায় সর্বদা নিজেকে উজাড় করে দিতে কখনো পিছ পা হন না। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, যুব সমাজ কে মাদকমুক্ত করে সমাজ কে মাদকমুক্ত করন, ঝরে পড়া কোমল মতি শিশুদের শিক্ষার ব্যাবস্থা, রাস্তা ঘাট কালভার্ট মেরামত সহ সমাজের মানুষের সার্বিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন, তিনি প্রতিবেদক কে জানান  আমি যদি আল্লহর রহমত ১নং ওয়ার্ড বাসীর দোয়া এবং ভোটে জয়লাভ করতে পারি, তাহলে আমি প্রমান করে দেবো সেবার মনোভাব থাকলে নারীরাও সেবা করে মানুষের মনে স্থান করে নিতে পারে। নারীরা  সকল কাজে পুরুষের সাথে তালমিলিয়ে দেশের উন্নয়নে অংশ নিচ্ছে অন্য নারীরা যদি দেশ উন্নয়নে অবদান রাখতে পারে আমি ও পারবো এটা আমার আত্ম বিশ্বাস, আমি মনে করি আমি যদি মানুষের সেবা করে মারা যাই আমি থাকবো না কিন্তু আমার সেবার কথাটি মানুষ আজীবন মনে রাখবে। আমার ওয়ার্ড বাসীর কাছে একটাই দাবী আপনারা আমার পাশে থাকবেন আমি জয়লাভ করে আপনাদের সুখে দুঃখে সকল সময় আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big