Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কেমন পুরুষ তুমি



ওহে পুরুষ........!
তুমি কেমন? কেমন তোমার মন?
কেমন করে দেখো ওই তোমার আপন জন।
কেমন চোখে তাকাও
পুরুষ, চোখ কর আলোয়ন।
কেন তোমার চোখে নারী আজ ভোগের পাত্রী হয়।
কেন তোমার কাছে নারী আজ ধর্ষণের শিকার হয়।
দোষ.....!
সেটা কি শুধুই নারীর? 
না না।
ওহে পুরুষ দোষ সে তো তোমারই অনেক।

আমি তো জানি তোমারই দোষ,সব অভিযোগ তোমায় ঘিরে।

নাহলে তুমি কীভাবে করো এসব অপকর্ম??
পাঁচ বছরের শিশুটাও কেন তোমার কাছে নিরাপদ নয়?
রাস্তায় চলা বোনটা কেন তোমার কাছে "মাল"?
অন্যের গৃহবধূ কেন তোমার কাছে নির্যাতিত?

দোষ কী দিবে নারীর তুমি ড্রেসটা তার খারাপ?
যেখানে সেখানে চক্কর দেয় স্বভাব তার বেভাব।

এটাই যদি বলবে তুমি, দোষ করেছে কি বোরকাওয়ালী?
যে প্রতিনিয়ত পর্দা করে যায় না দেখা শরীর।
হাজারো দোষ খুঁজবে তুমি তাই না গাধা পুরুষ...।
তোমার কাছে শিশু বাচ্চাটি কোন ড্রেসের আওতায় পড়ে?
যে কিনা বাচ্চা মেয়ে তোমার ঘরের আদরে।
গৃহবধূ তো কোথাও যায়না, ড্রেসটাও তার খারাপ না।
তাকে কেন ছাড় দিলেনা ওহে তুমি পুরুষ?

তোমার কারনে চলতে পারে না হাজারও মা,বোন, মেয়ে।
আচ্ছা...!
তোমার কী মা নেই , নেই কি কোনো বোন? ভবিষ্যতেও কি হবেনা তোমার এক মেয়ে?

মায়ের গর্ভ থেকে বের হয়ে থাকে অপমান করলে।
বোনের ভালোবাসাকে উপেক্ষা করে তাকে ভোগ করলে।
মেয়েটা তোমার কি দোষ করেছে ? সে তো তোমারই রক্ত বিন্দু।

ওহে পুরুষ তোমায় ধিক্কার জানাই....
তুমি কেমন পুরুষ হে,,,
নিয়ন্ত্রণে রাখতে পারেনা নিজের শরীরটাকে??
নিয়ন্ত্রণেই যদি না রাখতে পারো দরকার কী এমন অঙ্গের???
কি অহংকার থাকলো তোমার পুরুষত্বের??


(দু্ঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবে ,, মানুষ ভালো খারাপ উভয় ই আছে।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big