Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ছেড়ে গেলি মায়ার বাঁধন



         হাবিবুর রহমান বেলাল

নিদ্রাহীন দুচোখের পাতায় অজস্র
জলকণা'র ভিড়ে ঘনকুয়াশায় ঘিরে, 
ঘুটঘুটে আঁধার কালো এ রাত....!

ভুলতে পারছিনা নিষ্প্রাণ দেহের খাঁচা ছেড়ে
নিষ্পাপ পাখিটি উড়ে যেতে করছে ছটফট,
শোকের মাতম বক্ষ পিঞ্জরে,
লুণ্ঠিত সব সুখ আজ বিষাদের নীলকন্ঠে,
ভেসে আসা তোর করুন আর্তনাদ....!

অস্পষ্ট আবছায়ায় অন্তর আত্মায়,
জড়িয়ে বেদনাত্ব স্মৃতির পথ,
নিদ্রাহীন আমাবস্যার গহীন আঁধারে
বিলীন আমার এ রাত....!

ছুঁয়ে আছে আমায়_______
আমার অদৃশ্য আত্মায়,
মায়াবী চাঁদমাখা পবিত্র ঐ মুখ,
ছলছল নয়নে নিষ্পাপ চাহনি,
সীমাহীন যন্ত্রণার আত্ম চিৎকার,
ধীরে ধীরে ঘনত্ব তার নিঃশ্বাস....!

চোখের কোণে গড়িয়ে নোনা জল,
গর্ভধারিনী মায়ের জড়িয়ে আঁচল,
বেঁচে থাকার সেকি করুন আকুতি,
মায়ের বুকে খুঁজে পায় সে
বেঁচে থাকার প্রবল শক্তি.....!

নিরূপায় বাবার দিকে তাকিয়ে 
তার অসহায় দীর্ঘশ্বাস,
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে 
ছোট্ট মামনি তোর বসবাস....!

উহ্ অনুভূতি হীন পাথর আমি,
বাকরুদ্ধ শীতল চারিধার,
তবুও কেনো আমার এ চোখ, 
ঝাঁপসা হয়ে আসছে বারেবার....!

এভাবে ফুরিয়ে যাবে তোর জীবনের 
দীপশিখা ভাবিনি কখন,
নির্জনে কাঁদতে চাই বিধাতা,
চাই নিরুত্তাপ নির্বাসন....!

জানিনা জাদুরে কখন বেঁধেছি,
তোর সাথে আমার মায়ার বাঁধন,
ক্ষণিকের পরিচয় তবুও খুব লাগে আপন,
মামনি তোকে কখনো ভুলতে পারবেনা মন....!

নিঃশব্দে কি অভিমানে________
ফিরে গেলি তুই বিধাতার পানে,
ছিন্ন করে বাবা-মায়ের ভালোবাসার মায়ার বাঁধন....!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big