লেখিকা-সুলতানা নাসরিন
বিশেষ প্রতিনিধি মংলা উপজেলা
দোকানের বাহারি রং এ সাজিয়ে ঘর
বাস্তবতা কী কখনো দেখেছো?
দেখোনি!
যদি দেখতে তাহলে বুঝতে পারতে,
আপন মানুষ কেমন করে হয়ে যায় পর।
একদিন গভীর রাতে স্বপ্ন পাঠাবো
ঝিনুক ভর্তি স্বপ্ন।
তুমি লোনা হাওয়ায় ভাসতে ভাসতে,
আমার চোখের পানে চেয়ে দেখবে হ্নদয়ের খুব গভীরে তোমাকে মুক্ত
করে কি ভাবে ঝিনুক হয়েছি আমি
তোমার অজান্তেই
প্রতিদিন একটু একটু করে স্পর্শ পাঠাবো
তুমি টের ও পাবে না..।
0 মন্তব্যসমূহ