কবিতা -অধিকার
লেখিকা -সুলতানা নাসরিন
বিশেষ প্রতিনিধি মংলা উপজেলা
চারদিকের আনদোলন এ যখন রাজপথ ভরে যায়
কেউ বা অন্যায় আবার কেউ বা বিচারের দাবিতে,
কেউ বা সবার আড়ালে নিজেকে ভাবে অসহায়।
বাঁচার আশায় ছুটছে মানুষ, করছে আর্তনাদ,
সব হারিয়ে পুরছে কতেক কাঁদছে দিবারাত।
তবে আর ভয় করিনা জীবনের.
নয়তো আর বাঁচার আশায়, হয়তো সম্মান এর অধিকার.
লড়াই করেই কি বা মন পাওয়া যায় সবার.?
তবু যদি আঁধারের পথে হোঁচট খেয়ে পড়ি,
মুখোশ এর কালো হাতে উঠাতে হবেনা আমায় যদিও বা মরি..।
আর স্রোতধারা সে তো বহমান রক্ত.
কাউকে কিছু না বলেই বয়ে চলে যায় আপন ধারায়.
নীরবে ! খুব নীরবে ।
0 মন্তব্যসমূহ