স্টাফ রিপোর্টারঃ
মাগুরা মহম্মদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা অলিউর রহমান (৭০)জানাজা সম্পন্ন হয়েছে।রবিবার বিকাল ৩ ঘটিকায় ফুলবাড়ী গোরস্থান সংলগ্ন মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে ফুলবাড়ী গোরস্থানে দাফন করা হয়।
৩ অক্টোবর শনিবার রাত বারোটায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান এর জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান করে মাগুরা জেলা ও মহম্মদপুর উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ান (ভারপ্রাপ্ত) ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মোহাম্মদ জয়নুল রহমান,মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ সাজু মিয়া, মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া,বাবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সামাদ মীর এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ