হাসিবুল ইসলাম, মহম্মদপুর উপজেলা প্রতিনিধি,মাগুরা:
মাগুরার মহম্মদপুরে আজ ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে ফ্রান্সে আমাদের প্রিয় নবী হযরত মহম্মদ সাঃ এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন ও প্রেসিডেন্টের ইসলাম বিরোধী বক্তব্যের কারনে ইসলামী তাওহীদি জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আলেম ওলামাগণ।
এসময় ফ্রান্সের তৈরি সকল পন্য বয়কটের আহ্বান করা হয়।
সকল মুসলিম কে এক সাথে কাজ করার আহ্বান করা হয়। ইসলাম বিরোধী সকল কর্ম কান্ডের বিরুদ্ধে সকল মুসলিম ভাই এক হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ এবং সকল ইসলামী অপশক্তির বিরুদ্ধে রূখে দাঁড়ানোর জন্য একাত্বতা প্রকাশ করেন।
সকালে মহম্মদপুর সদর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু উপজেলা পরিষদ হয়ে সদরের বাস স্ট্যান্ডে সমবেত হয়। পরে মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভ শেষ করা হয়।
শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকবৃন্দদের ধন্যবাদ জানান।
0 মন্তব্যসমূহ