আরবিএ,স্টাফ রিপোর্টার:
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের করোনভাইরাস বা কোভিড -১৯ ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ তালিকাভুক্ত করেছে।শুক্রবার এল ফেসবুক স্ট্যাটাসে গ্লোব বায়োটেক এই তথ্য জানায়।তাদের স্ট্যাটাসে বলা হয়, “The World Health Organization (WHO) finally acknowledged our efforts regarding vaccine development against SARS-CoV-2. They've updated our 3 candidate vaccines in preclinical evaluation (DNA plasmid vaccine, Adenovirus Type 5 Vector, and D614G variant LNP-encapsulated mRNA) on their "Draft landscape of COVID-19 candidate vaccines", updated on 15 October 2020.”
এই সম্পর্কিত WHO এর সোর্স ফাইলটি নিচের লিংকে পাওয়া যাবে –
এর আগে ২ জুলাই গ্লোব বায়োটেক প্রকাশ করে যে তারা কোভিড -১৯ ভ্যাকসিন তৈরি করছে।তাদের দাবি 'ব্যানকোভিড' ভ্যাকসিন প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।
0 মন্তব্যসমূহ