শান্তা সান্যাল,স্টাফ রিপোর্টারঃ
চোখের গভীরতায় , তাঁর ভুরু কোঁচকানো চাউনিতে এখনও তিনি যেকোনও বাঙালি মহিলার দৃষ্টি স্থির করে দিতে পারেন। ছিপছিপে লম্বা চেহারা আর মুখে শিশুর সারল্য , এই 'আইকনিক' বৈশিষ্টেই পথ চলা শুরু করেছিল 'অপু', থুরি সৌমিত্র চট্টোপাধ্যায়! যতটা তিনি 'ফেলুদা' ততটাই তিনি চারুলতার 'অমল'।
নায়ক হিসাবে শুধু সুপুরষই নন, তাঁর কণ্ঠস্বরে মজে থাকেনি এমন 'ঘটি' কিংবা 'বাঙাল' মেলা ভার ! সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনজয় করা ছবির তালিকা শুরু হলে , তা শেষ করা দুষ্কর। তবুও তারই মধ্যে বেছে নেওয়া হল ৬ টি ছবিকে ,যেখানে 'নায়ক' সৌমিত্র চট্টোপাধ্যায় আজও প্রেমে ফেলতে পারেন যে কোনও বাঙালী তনয়াকে। কিন্তু আজ শেষ সে মোহনিয় ব্যক্তিতের পুরুষ টি লড়াই করছে মৃত্যুর সাথে। গত শুক্রবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি লক্ষ করা গিয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটে বলেই জানাচ্ছে হাসপাতাল কর্তপক্ষ।হাসপাতাল সূত্রে খবর, ৮৫ বছরের অভিনেতাকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ