মারফি সরকার তিন্নী,নলডাঙ্গা, নাটোর
রোদ বৃষ্টি একসাথে মিশেছে যেখানে
আমায় নিয়ে চলো সেখানে
আমি দান করিব হাজার কোটি ভালোবাসা,
আমায় নিয়ে চলো সেখানে
সাতটি রঙ একসাথে খেলে যেখানে
আমি রঙগুলোকে ভালোবাসা দিয়ে রঙিন করে তুলব,
নক্ষত্র আকাশ ছেড়ে মাটিতে এসে পড়েছে যেখানে
আমায় নিয়ে চলো সেখানে
আমি নক্ষত্রের বিচ্ছেদের কষ্ট ভুলিয়ে দেব,
আমায় নিয়ে চলো সেখানে
মেঘপুন্জ পাহাড় ছুয়েছে যেখানে
আমি তাদের জয়ের আনন্দকে বাড়িয়ে দেব,
আমি যেতে চাই পৃথিবীর সব সুন্দরতম স্থানে
উপভোগ করতে চাই পৃথিবীর ক্ষুদ্রতম সৌন্দর্যকে
ভালোবাসতে চাই সবকিছুকে ।।
0 মন্তব্যসমূহ