নুরুল আমিন আলাইপুরী,ইসলামিক লেখক
১, জুমআ'র আযানের সাথে সাথে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাওয়া ২, গোসল করা ৩,মিসওয়াক করা ও সুগন্ধি ব্যবহার করা ৪, উওম পোষাক পরিধান করা ৫, মসজিদে গিয়ে কারো ঘার ডিঙ্গিয়ে বা দুজনের মাঝে ফাঁকা করে সামনে যাওয়ার চেষ্টা না করা ৬, কাউকে উঠিয়ে দিয়ে তার জায়গায় না বসা ৭,ইমামের কাছাকাছি বসা ৮,আগে আগে মসজিদে চলে যাওয়া এবং মনোযোগের সাথে খুতবাহ শোনা ৯, অনথক কাজ থেকে বেচে থাকা ১০, মসজিদে ঢুকে দু,রাকাত সালাত আদায় করা ১১, পায়ের নলা জরিয়ে ধরে না বসা ১২, ঘুম আসলে জায়গা পরিবর্তন করা ১৩, বেশি বেশি দুরুদ পড়া ১৪, সালাতের জন্য কোন স্থানকে নিদিষ্ট না করা।
0 মন্তব্যসমূহ