Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

উৎপাদন শুরু হতে চলেছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রে




তাসনিম,স্টাফ রিপোর্টার:
নবায়নযোগ্য জ্বালানির উৎস সূর্যের আলো থেকে হবে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ।আর এই বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৭৪ একর জমির উপর স্থাপন করা হয়েছে সোলার প্যানেল।বলা হচ্ছে এটি দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প।সব ঠিকঠাক থাকলে ময়মনসিংহ নগরীর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালী ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে উৎপাদন।জাতীয় গ্রিডে যোগ হবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ।বাংলাদেশ,মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে অনাবাদি জমিতে অত্যাধুনিক প্রযুক্তির এই সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।২০১৮ সালের ২ নভেম্বর এই সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এইচডিএফসিসিন পাওয়ার লি. এর সেইফটি ইঞ্জিনিয়ার ইয়ন রন এর মতে,পরিবেশবান্ধব এ ব্যবস্থাপনা বাস্তবায়নে খরচ একটু বেশি হলেও পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনে খরচ একেবারেই কম।সংশ্লিষ্টরা বলছেন প্রকল্প এলাকা থেকে ময়মনসিংহ কেওয়াটখালি জাতীয় গ্রিড উপকেন্দ্র পর্যন্ত পাঁচ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপন করা হয়েছে।এখন উৎপাদনের পালা।প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার লিউইয়ং সিং বলেন গত বছর সেপ্টেম্বরে তারা কাজ শুরু করেছেন।কাজের শেষদিকে করোনার জন্য প্রোজেক্ট স্থবির হয়ে পড়লেও পরে সতর্কতা অবলম্বন করে যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।সম্পূর্ণ পরিবেশবান্ধব এ সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে আরো ৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে এ মাসেই।প্রকল্পের পরিচালক ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (দক্ষিণ) এর নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিত দেবনাথ জানিয়েছেন,এতে এ অঞ্চলের বিদ্যুতের লোডশেডিং এবং লো-ভোল্টেজের সমস্যা অনেকটাই কমবে।
তথ্যসূত্র:যমুনা টেলিভিশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big