কেন এতো রক্তের নেশা
তবে কি সব দেহের পেশা
বাচতে কি দিবেনা কেউ
কেন কুকুর গুলো করে ঘেউঘেউ
ভয় কি নেই ওদের যারা মানুষ নামের রাক্ষস,
বিচার চাইবো সে দিন
বিচার প্রতির কাছে
কেন কেড়ে নিল ওরা মানুষের নিঃশ্বাস।
মা গো বুক ফেটে যায়
কান্নায় ভেসে যায় বুক
চোখ বুঝলেই ভেসে উটছে
হতভাগা আর হতভাগীদের আর্তনাদ এর মুখ.
0 মন্তব্যসমূহ