পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুকুল কুমার মৈত্র, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি—সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
0 মন্তব্যসমূহ