পাইকগাছা উপজেলা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
উপজেলা চেয়ারম্যান পদে শেখ কামরুল হাসান টিপু- মটর সাইকেল,আনন্দ মোহন বিশ্বাস-চিংড়ী মাছ,এ্যাডঃ আবুল কালাম আজাদ-দোয়াত কলম,কৃষ্ণ পদ মন্ডল- আনারস ও,স.ম শিবলী নোমানী- কাপ পিরিচ মার্কা, মোঃ আছাদুল বিশ্বাস- হেলিকপ্টার।
ভাইস চেয়ারম্যান পদে শিয়াবউদ্দিন ফিরোজ বুলু- তালাচাবি, প্রভাষক বজলুর রহমান- টিয়া পাখি,
এস এম হাবিবুর রহমান- চশমা, সুকুমার চন্দ্র ঢালী -উড়ো জাহাজ, সিরাজুল ইসলাম- মাইক, শেখ ফরহাদ হোসেন ফয়সাল -টিউবওয়েল, মিলন মন্ডল-আইসক্রিম ও বাবুল শরীফ- বই।
মহিলা সংরক্ষিত পদে লিপিকা ঢালী-পদ্মফুল,অনিতা রাণী মন্ডল-ফুটবল,মিসেস ময়না-হাঁস ও ইয়াসমিন বুশরা-কলস মার্কা। আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কেন্দ্র ৯৭ টি এবং মোট ভোটার সংখ্যা ২লাখ ৩১ হাজার ৯৩৮ জন।
0 মন্তব্যসমূহ