মুহম্মাদ রায়হান
সাংবাদিক হিসেবে আনুষ্ঠানিক পথচলার বয়স ৪/৫ বছর।কিন্তু ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি অন্যরকম ঝোঁক ছিল। পরিবারের চাপে লেখালেখি নিয়ে এগোতে পারিনি,অনেক কষ্টে সাংবাদিকতায় এসেছি। দিনের পর দিন সিনিয়রদের পিছনে ঘুরেছি কিন্তু কেউ পথ দেখায়নি। কেন দেখায়নি? তা জানার চেষ্টা ও করিনি।
কোনো একসময় এসে সাংবাদিকতাকে আয়ত্তে নেয়ার চেষ্টা করি।সাংবাদিকতার উপর বিভিন্ন পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করি। কোনটা নিউজ/কোনটা নিউজ নয়,জানার চেষ্টা করি।
মফস্বল শহরে/গ্রামে থেকে দেশের খ্যাতনামা মিডিয়া হাউজগুলো'র নিউজ কার্ড/লেখার ধরন অনুসরণ করি। আমাদের অনেক সাংবাদিকেরা নিউজ কার্ডও বোঝেনা,তাদের কথা নাই বলি।
নিউজ করতে টাকা লাগে? অনেকের প্রশ্ন থাকে কিন্তু নিউজ করতে কোনো লাগেনা। আবার আপনি টাকা না দিলে আপনাকে সাংবাদিক হিসেবে ও দেখবে না। এজন্য আমাদের অনেকেই টাকা গ্রহন করে।
জল দিয়ে নিউজ করলে অনেকেই আদর করে,ভালবাসা দেয় কিন্তু সত্য কথাটুকু তুলে ধরলে আদর ও থাকেনা, ভালবাসা ও থাকেনা।
সাংবাদিকতা আমার পেশা আবার পেশা নয়। এখান থেকে আমার ইনকাম খুবই সামান্য। অনেকের মত হুট করে টাকা চাইতে পারিনা বলে হয়ত অনেকেই সস্তা কিংবা অন্যদের সাথে আমাকে এক করে ফেলে।কিন্তু আমি সবসময় আলাদা হতে চেয়েছি,একসময় আলাদা হয়েছি।এতে পকেটে শূন্য কিন্তু মনে প্রশান্তি পাই।
(আমি অত ভালো লিখতে পারিনা,লেখার চেষ্টা করছি)
0 মন্তব্যসমূহ