Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রতিভা প্রি—ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত



নিজস্ব প্রতিবেদক  ঃ প্রতিভা প্রি—ক্যাডেট স্কুলে উৎসবমুখর  ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। প্রতি বছরের না্যায় এ বছরও কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে আয়োজনের কমতি ছিলনা। ‘‘নতুন বছর নুতন দিন নতুন বইয়ে হোক রঙিন’’ এই প্রতিপাদ্যে গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের উন্মুক্ত উদ্যানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের (মিজান) সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক মোঃ শফিক সরদার, খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক একরামুল হোসেন লিপু। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু রামচন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক সারমিন স্মৃতি, মোঃ মেহেদী হাসান, মোঃ আনিছুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ হাবিবুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, এশা আক্তার, সামিহা খান, হাজেরা খাতুন সুমি, আফরিন যুথি, তাহমিনা খাতুন, আছমা আক্তার, কবীর হোসেন, তুষার হালদার, সুভাষ চন্দ্র মন্ডল, টুটুল দত্ত, ময়না খাতুন, ফারজানা আক্তারসহ  বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র—ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃর্ক অনুমোদিত(রেজিঃ ০১/০৪—২৩/২০২৩) প্রতিভা প্রি—ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণী শেকে ৫ম শ্রেনীর প্রায় ৬শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন বছরের বই বিরতণ করেন। 
অপরদিকে খুলনা গভ.ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, খানাবাড়ী গালর্স হাই স্কুলসহ খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন স্কুলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big